Header Ads

বামাক্ষেপা

বামাক্ষেপা
বামাক্ষেপা ১৮৪৩ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত তারাপীঠের নিকটস্থ মালুটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কৈলাসপতি নামক এক তান্ত্রিক সন্ন্যাসীর স্নেহভাজন ছিলেন। কৈলাসপতির উৎসাহেই তিনি তন্ত্রসাধনা শুরু করেন এবং তারাপীঠ হয়ে ওঠে তাঁর আধ্যাত্ম-সাধনাক্ষেত্র। একদিন তারাপীঠের মন্দিরে মা তারাকে নৈবেদ্য প্রদানের পূর্বেই তিনি তা খেয়ে ফেলেছিলেন। ফলে সেখানকার পুরোহিতরা তাঁর প্রতি ক্ষিপ্ত হয়েছিল। তখন মন্দির পরিচালনাকারিণী নাটোরের মহারাণীকে মা তারা আদেশ করেন যে, আগে বামাচরণকে ভোজন করিয়ে পরে তাঁকে ভোজন করাতে হবে। এরপর থেকে মায়ের আদেশ অনুসারে আগে বামাচরণকে ভোজন করানোর পর তারার ভোগ দেয়া হত। বামাক্ষেপা তারাদেবীকে মাতৃরূপে উপাসনা করেছিলেন। তারাপীঠে ভক্তরা সাধক বামাক্ষেপার নানাবিধ অলৌকিক র্কীর্তি প্রত্যক্ষ করতেন। তাঁর কৃপায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অনেক ভক্তের রোগমুক্তি ঘটেছিল। ১৯২২ খ্রিস্টব্দে শক্তিসাধক বামাক্ষেপা দেহত্যাগ করেন।

1 টি মন্তব্য:

  1. ভুলে ভরা তথ্য।। একজন আটলা নিবাসী হিসেবে এই ভন্ডামির তীব্র বিরোধিতা করছি।।

    উত্তরমুছুন

Akash Bairagi. Blogger দ্বারা পরিচালিত.